শিক্ষার আলো ডেস্ক
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিয়ন ও সহায়তা করছে ছাত্রদল।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার খবর জানার পর জবি বাঁধন ইউনিট ও জবি ছাত্রদল হাসপাতালে উপস্থিত হন।
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের রক্তদানসহ অন্যান্য সহযোগিতা করছেন তারা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আহতদের জীবন বাঁচাতে রক্তদানের জন্য ছুটে যান তারা। অনেকেই স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।
বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, দগ্ধ রোগীদের অনেকের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন। এই খবরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। হাসপাতালের গেটের বাইরে রক্তদাতাদের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
উল্লেখ্য,সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
Discussion about this post