শিক্ষার আলো ডেস্ক
প্রাথমিকের পর এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’ চালু করা হচ্ছে। চলতি বছরের শেষদিকে এ বৃত্তি পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষা বোর্ডগুলো নাকি অধিদপ্তর এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে; সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র এসব তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব বলেন, অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার বলেন, চলতি শিক্ষা বছর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার পদ্ধতি চালু হচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য এটি পুনরায় শুরু করতে যাচ্ছে সরকার।
আরো পড়ুন-প্রাথমিকে যারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে, শিক্ষার্থী বাছাই যেভাবে-
জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপরে অষ্টম শ্রেণিতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। সমালোচনার মুখে ২০২৩ সালে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হয়নি। নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। তবে, এবার এ বছর থেকেও দীর্ঘসময় পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা।
Discussion about this post