শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই যা চলবে ২০ আগস্ট পর্যন্ত।
রবিবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ কর্তৃক অনলাইনে শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন করা যাবে ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিয়মিত শিক্ষার্থীদের অবশ্যই ২০২০-২১ শিক্ষাবর্ষে ২য় বর্ষে উত্তীর্ণ বা প্রোমোটেড হতে হবে। অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীরাও পূর্ববর্তী বর্ষে উত্তীর্ণ হয়ে থাকলে পরীক্ষায় অংশ নিতে পারবে। ব্যবহারিক বিষয় থাকলে তা অবশ্যই পরীক্ষায় দিতে হবে; একাধিকবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই।
আরো পড়ুন-আলিম প্রথম বর্ষ ভর্তির নীতিমালা প্রকাশ
ইন-কোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করে প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সংশোধিত সিলেবাস অনুযায়ী হবে এবং ফলাফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা পরে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের পর কেউ ফরম পূরণের সুযোগ পাবে না এবং ভবিষ্যতের পরীক্ষার জন্যও বিবেচিত হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এছাড়া ফরম পূরণ ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
Discussion about this post