শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের শিক্ষাসহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছরই পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ২০২৪–২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের মধ্য থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের সভাকক্ষে পোষ্য শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর করার সময় উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে।
Discussion about this post