ক্যারিয়ার ডেস্ক
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এর প্রকাশিত মৌখিক পরীক্ষার আগের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংশোধনী আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস(বিশেষ) পরীক্ষা- ২০২৫ এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচির প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে। বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।
এর আগে, রবিবার (২৭ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
Discussion about this post