শিক্ষার আলো ডেস্ক
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে গতকাল রবিবার (৩ আগষ্ট) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে বিজ্ঞান ইউনিটে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে কত আসন খালি আছে তা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজে ৭৭৫, ইডেন মহিলা কলেজ ৮৭৬, তিতুমীর সরকারি কলেজ ৮২০, সরকারি বাঙলা কলেজ ৭১১, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ ৫৭৬, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৫২০ ও কবি নজরুল সরকারি কলেজ ৪৯৫
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি আবেদন ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরো পড়ুন-ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদন শুরু , জেনে নিন বিস্তারিত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা–৪টা; বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বেলা ১১টা–১২টা; ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা–৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discussion about this post