ক্যারিয়ার ডেস্ক
৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৭ আগস্ট এ পর্যায়ের ভাইভায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদের ৮৬৪ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পিএসসির প্রধান কার্যালয়ের নেওয়া হবে এ পরীক্ষা।
আরও পড়ুন-শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
তৃতীয় পর্যায়ে আগামী ১৭ থেকে ২১ আগস্ট সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৬ থেকে ১০ আগস্ট। এ পর্যায়ে সহকারী ডেন্টাল সার্জন ও সহকারী সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর দ্বিতীয় পর্যায়ে সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে ১১ থেকে ১৪ আগস্ট।
এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন। আর সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post