শিক্ষার আলো ডেস্ক
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ফ্যাকাল্টির এ ডিনকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৪ আগস্ট) তাকে চার বছরের জন্য ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ।
প্রজ্ঞাপনে ছয় দফা শর্ত দিয়ে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ বলবৎ থাকবে। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উপাচার্য পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন। তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
চলতি বছরের ২ মে থেকে ভিসি ছাড়াই চলছিল বিশ্ববিদ্যালয়টি। রুটিন দায়িত্বে থাকা এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নেই আর্থিক ক্ষমতা। যে কারণে বিগত তিন মাসের বেতন যেমন হয়নি তেমনই সেখানের কর্মকর্তা-কর্মচারীরা পাননি বিগত ঈদুল আজহার বোনাসও।
Discussion about this post