শিক্ষার আলো ডেস্ক
চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত ৯ম তারুণ্য উৎসব ২০২৫ আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) গত রবিবার (৩ আগস্ট ) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিসে ট্রফিসহ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) রানার্সআপ দলের সদস্য মো.মুশফিকুর রহমান, শেখ সাদিয়া সিদ্দিকা ও মো. আরাফাত ইসলাম রিফাত উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার রানার্সআপ দল ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) দলকে স্বাগত ও অভিনন্দন জানান। উপাচার্য দলের সদস্যদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম বিশেষকরে, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের জন্য ধন্যবাদ জানান। তিনি তাদের এ চর্চা অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত ৯ম তারুণ্য উৎসব ২০২৫ আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা গত ১ ও ২ আগস্ট ২০২৫ চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ থেকে ৩০ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ রাউন্ড বিতর্ক করে ফাইনালে ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিউ) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন ডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) এর আরেকটি দল সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত উত্তীর্ণ হয়। দ্বিতীয় দলের সদস্যরা হলেন মোজ্জাম্মেল মাসুম, মারুফ ইসলাম মুন্না ও এহছান আহমেদ হিমেল।
Discussion about this post