শিক্ষার আলো ডেস্ক
মাদকমুক্ত ক্যাম্পাস, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছেন ছাত্রদলকর্মী মো. ওয়াহিদুজ্জামান। ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করা হবে।
গতকাল রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক জানান, দুই দিনের এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ফুটবল পৌঁছে দেওয়া হবে।
কয়েকজন শিক্ষার্থী জানান, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করবে এবং একটি সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়তা করবে।
এ বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, “ক্রীড়াচর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি অংশ। খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাই, বরিশাল বিশ্ববিদ্যালয় হোক মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস।”
Discussion about this post