শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনে এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন তিনি।সোমবার শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।
জানা গেছে, এই প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।
জানা গেছে, এই প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।
ফরম সংগ্রহ করার পর উমামা ফাতেমা সাংবাদিকদের বলেন, ‘ডাকসু ছাত্রদের প্ল্যাটফর্ম, প্রত্যেক বছর ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের একটা প্ল্যাটফর্মে রূপান্তর করতে আমরা চাই।’
ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক উমামা বলেন, ‘শুধুমাত্র নামের কারণে বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদের দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল সাজিয়েছি। আগামীকাল আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ বিবরণী আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মাধ্যমে উপস্থাপন করব।’
এদিকে সোমবার বিকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনের ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন সোমবার শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন।
Discussion about this post