শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর রসায়ন বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৫ গত সোমবার (১৮ আগস্ট) দুপুরে চবি বিজ্ঞান অনুষদের ১নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, প্রফেসর ড. দেবাশিস পালিত, প্রফেসর ড. এস.এম. আবে কাউছার ও প্রফেসর ড. ফয়সল ইসলাম চৌধুরী।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যা কিছু ভালো অর্জন, সে সব কৃতিত্বের অংশীদার শিক্ষার্থীরা। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন-অগ্রগতির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনের মাধ্যমে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। উপাচার্য দুঃখ প্রকাশ করে বলেন, এ ক্যাম্পাসের একাডেমিক সুন্দর পরিবেশ নষ্ট করতে কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ নষ্ট হলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে যোগ্য শিক্ষক না হলে কখনো যোগ্য ছাত্র তৈরি হবে না। এ লক্ষ্যে বর্তমান প্রশাসন শিক্ষক নিয়োগের নীতিমালা সংযোজন করে লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশনের মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ দিচ্ছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠান, এটা রাজনৈতিক নেতা তৈরির কারখানা নয়। যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক পরিচয়ে পরিচিত হওয়ার আহ্বান জানান।”
উপ-উপাচার্য (একাডেমিক) চবি রসায়ন বিভাগের বর্ষীয়ান শিক্ষক প্রফেসর ড. আবু সালেহসহ অত্র বিভাগের প্রতিথযশা শিক্ষকদের স্মরণ করে বলেন, এ বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষকরা শিক্ষা দান করে গেছেন। এ বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে অত্যন্ত সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত থেকে রসায়ন বিভাগ, বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরকে বিশ্বমানের হতে হবে। তাদের ইতিবাচক আচার-আচরণ ও সামগ্রিক বিষয়াদি যেন সকলের কাছে অনুকরণীয় হয়। বিশেষ করে উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে বিবেকবান, নৈতিকতাবোধ সম্পন্ন, বিনয়ী ও ন্যায়নিষ্ঠ মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল ও কর্মময় সুন্দর জীবন প্রত্যাশা করেন।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে “জাজমেন্ট ল্যান্স: কেস ল প্রেজেন্টেশন” প্রতিযোগিতা অনুষ্ঠিত
চবি রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. কায়সার আহম্মেদ ও রুবাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- নাহিয়া নওশীন, ফারহান লাবীব, জোবায়ের আহমেদ শামিম, ফাহমিদা চৌধুরী, মাহমুদ শরীফ, রাইসুল ইসলাম ও মো. শাফিউল বাসার। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য রসায়ন বিভাগের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে বিভাগের আধুনিকায়নকৃত ৩টি ক্লাসরুম ফিতা কেটে উদ্বোধন করেন। সবশেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Discussion about this post