শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও আছেন ৫ হাজার ৭৬৫ জন।
তবে এসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপের জন্য কী করতে হবে এবং কলেজ পেতে হলে পছন্দক্রম কীভাবে সাজাবে, তা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে, তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।
তাদের ভর্তিতে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, এসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে, তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।
ভর্তির সময়সূচি
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশে ভর্তির পরবর্তী ধাপগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো:
* দ্বিতীয় ধাপে আবেদন: ২৩ থেকে ২৫ আগস্ট
* দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: ২৮ আগস্ট
* তৃতীয় ধাপে আবেদন: ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর
* ভর্তির কার্যক্রম শেষ: ৭ থেকে ১৪ সেপ্টেম্বর
* ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর
Discussion about this post