শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় পাঁচ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তির দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এ জন্য বৃত্তির বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক ২০২৫-১৬ অর্থবছরের বাজেটের আওতায় পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত গবেষণা ক্যাটাগরিতে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমাই গবেষণা বৃত্তির বিজ্ঞপ্তি প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন।
আরও পড়ুন:উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
Discussion about this post