শিক্ষার আলো ডেস্ক
প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ আগস্ট ।কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ আগস্ট।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আগামী তিন দিনের মধ্যে এই পরীক্ষার ফল অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পারবে।এই বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এরমধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ভর্তি প্রার্থীর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে।
Discussion about this post