শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগে ১৪টি শূন্য আসন পূরণের জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://mbstu.ac.bd/admission/) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে মাভাবিপ্রবি ডিনস’ কমপ্লেক্স।
আরও পড়ুন-ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষার ফল নিয়ে যা জানা গেল
এতে আরও উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফল ২৬ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭ ও ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।
Discussion about this post