শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি ব্যাবিলন গ্রুপ এসএসসি পাসকৃত ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্পের ১১তম পর্ব ঘোষণা করেছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের দেওয়া হবে এ বৃত্তি। আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে প্রতি মাসে দেওয়া হবে এই বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনার দুই বছর নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে নিতে পারবেন বৃত্তির আর্থিক সহায়তার মাধ্যমে।
আবেদনের শর্তাবলিসমূহ—
*এসএসসি পাসের বছর: ২০২৫;
*প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ-৫;
আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্র জমা দিতে হবে—
*শিক্ষাবৃত্তির আবেদনপত্র;
*এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত);
*সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত);
*কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত);
আরও পড়ুন:৫ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তি দিচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
জেনে রাখুন—
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীর JPEG ফরম্যাটে ছবি (Width 590 pixels, Height 708 pixels) ও দরকারি কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে;
ই-মেইলের সাবজেক্ট লাইনে Babylon Scholarship 2025 লিখতে হবে;
ই-মেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিতে দেখুন—
সূত্র: দৈনিক প্রথম আলো, ২২ আগস্ট ২০২৫ইং
Discussion about this post