শিক্ষার আলো ডেস্ক
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন। সেখানে এই দিনক্ষণ ঘোষণা করা হয়। ঘোষিত সময় অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। ফলে ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।
চাকসু নির্বাচনে আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ, ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪–১৭, সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ, ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর ভোটগ্রহণ।
বিশ্ববিদ্যালয়ের ১৪ টি হল, একটি হোস্টেল এবং ৫৪টি ডিপার্টমেন্টের ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৫২ জন।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
সদস্য হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক মু. আফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রুমানা আক্তার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।
Discussion about this post