শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষকরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত চলে এ আলোচনা।
আলোচনার মাধ্যমে আগামীকালের (বুধবার) মধ্যে হল বন্ধের নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদেরকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আলোচনা চলাকালীন উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনায় যুক্ত হন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক সোনিয়া সেহেলী, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আকতারুজ্জামানসহ আন্দোলনকে ঘিরে গঠিত তদন্ত কমিটির সদস্যবৃন্দ এবং প্রায় অর্ধশত আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে তিনি বলেন, ‘কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের আগের তিন ডিগ্রির সিদ্ধান্তই বলবৎ আছে। এটি নিয়ে সামনে আরও আলোচনা করা হবে।’
তদন্ত কমিটির নোটিশে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের ব্যাপারে কোনো কথা উল্লেখ না থাকার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের বিষয়টি উল্লেখ না থাকলেও সেখানে যা যা ঘটেছিলো সব ঘটনার তদন্তই করা হবে।’
Discussion about this post