শিক্ষার আলো ডেস্ক
সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপ (সিজিআই)। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং।
সুযোগ-সুবিধাসমূহ—
*ভিসা ফি প্রদান করবে;
*মাসিক ভাতা প্রদান করবে;
আরও পড়ুন-গেটস কেমব্রিজ স্কলারশিপ,নানা সুবিধাসহ পাবেন ৩৪ লাখ টাকা
*বিনা খরচে আবাসন সুবিধা দেবে;
*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা দেবে;
*হেলথ ইনস্যুরেন্স, ভিসা ফি-সহ অন্যান্য সুবিধা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএস বা টোফেল সনদ);
*অন্তত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ ন্যূনতম ২.৭৫/৪.০ হতে হবে;
*যে প্রোগ্রামে আবেদন করতে চান, সে প্রোগ্রামের দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে;
যেসব বিষয়ে আবেদন করা যাবে—
১. বিজ্ঞান: রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান;
২. চিকিৎসা বিজ্ঞান: মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স।
৩. ফলিত জৈবিক বিজ্ঞান: পরিবেশগত স্বাস্থ্য।
দরকারি নথিপত্র—
*আবেদন ফরম;
*সম্পূর্ণ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*তিনটি সুপারিশপত্র;
*মেডিকেল রিপোর্ট;
*স্টেটমেন্ট অব পারপাস;
*আবেদনকারীর ছবি;
*অন্যান্য নথিপত্র (যদি থাকে);
আবেদনপদ্ধতি—
আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফর্ম পূরণ করে নথিগুলো জমা দিতে হবে।
ধাপ ১: আবেদনপত্রের স্ক্যান ফাইল ও প্রয়োজনীয় সব নথি ই-মেইল করতে হবে:
? cgi_academic@cgi.ac.th
ধাপ ২: উল্লেখিত ঠিকানায় ডাক পরিষেবার মাধ্যমে সব মূল নথি পাঠাতে হবে।
চুলাভর্ন রয়্যাল অ্যাকাডেমি,
চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (CGI Scholarship Program)
906 কামফাংফেট 6 রোড, তালাত ব্যাং খেন, লক্ষী, ব্যাংকক 10210।
আবেদন ফরম পেতে এবং বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং।
Discussion about this post