শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর ইংরেজি বিভাগ আয়োজিত এক বিশেষ সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে “The 5-Hour Shortcut: Study Tech for Your Essays & Research” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক প্রজ্ঞা মজুমদার।
শিক্ষার্থীদের প্রবন্ধ ও গবেষণাকর্মকে আরও কার্যকর ও সময়োপযোগী করার কৌশল তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান, কবি, লেখক, ও গবেষক মো. জিয়াউল হক। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের মধ্যে গভীর সাড়া জাগায়। সহকর্মীদের সক্রিয় সহযোগিতা এবং শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণে সেমিনারটি এক প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে সমাপ্ত হয়।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষকদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলকে আন্তরিক ধন্যবাদ জানান যারা সেমিনারটি সফল করতে অবদান রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের একাডেমিক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
Discussion about this post