শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে এক সপ্তাহ। ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে জানানোহয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন:ফাজিল পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
নির্ধারিত সময়ের পরে নিশ্চায়ন ফি গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। যেহেতু নিশ্চায়ন ফি এর তথ্য পেমেন্ট সার্ভার থেকে আবেদনের পোর্টালে আসতে কিছুটা সময় লেগে যায়, তাই যথেষ্ট সময় হাতে রেখে নিশ্চায়ন ফি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার (৩ সেপ্টেম্বর)। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Discussion about this post