শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি কেন্দ্রীয় পদে তাদের প্রার্থীরা ২২টি পদ জয়ী হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ এবং উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট; বৈষম্যবিরোধী আব্দুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়লাভ করেছেন। যেখানে তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট; প্রতিরোধ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯; স্বতন্ত্র আরাফাত চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৪৪; এবং বৈষম্যবিরোধী আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয়ী হয়েছেন; পথপ্রদর্শক ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫৬৪ ভোট; তাহমীদ আল মুদাসসীর পেয়েছেন ৩৮ ভোট। প্রতিরোধ প্যানেলের জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১; মহিউদ্দিন রনি পেয়েছেন ১ হাজার ১৩৭; আশরেফা খাতুন পেয়েছেন ৯০০; আশিকুর রহমাস জিম পেয়েছেন ৭৯৬; এবং হাসিব আল ইসলাম পেয়েছেন ৫২০ ভোট।
শিবির সমর্থিত বিভিন্ন সম্পাদক পদে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের জয়ী প্রার্থীরা হলেন: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা (১০ হাজার ৬৩১ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার (৭ হাজার ৮৩৩ ভোট), আন্তর্জাতিক সম্পাদক খান জসিম (৯ হাজার ৭০৬ ভোট), ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ (৯ হাজার ৬১ ভোট), ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন (৭ হাজার ২৫৫ ভোট), কমন রুম–রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা (৯ হাজার ৯২০ ভোট), মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া (১১ হাজার ৭৪৭ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ (৭ হাজার ৩৮ ভোট), এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম (৯ হাজার ৩৪৪ ভোট)।
আরও পড়ুনঃ ডাকসু নির্বাচনের ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল ভোটে জয়ী
শিবিরের প্যানেলের সদস্যদের হয়েছেন- ১০ জন। তারা হলেন, সর্ব মিত্র চাকমা(৮ হাজার ৯৮৮) সাবিকুন নাহার তামান্না (১০ হাজার ৮৪) ইমরান হোসাইন (৬ হাজার ২৫৬) আনাস বিন মনির (৫ হাজার ১৫) মিফতাহুল হোসাইন আল মারুফ (৫ হাজার ১৫) রাইসুল ইসলাম (৪ হাজার ৫৩৫) মো. শাহিনুর রহমান (৪ হাজার ৩৯০) আফসানা আক্তার (৫ হাজার ৭৪৭) রায়হান উদ্দিন (৫ হাজার ৮২) বেলাল হোসেন অপু (৪ হাজার ৮৬৫), তাজিনুর রহমান (৫ হাজার ৬৯০)।
শিবিরের প্যানেলের বাইরে রয়েছেন ৩ জন। তারা হলেন, উম্মা উসওয়াতুন রাফিয়া (৪ হাজার ২০৯), হেমা চাকমা (৪ হাজার ৯০৮)।
প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন- সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত চলে। বড় কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসুর ৩৮তম নির্বাচন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।
উল্লেখ্য, ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।
এবার ভোটারদের মধ্যে শতকরা গড় ভোটগ্রহণ ছিল ৭৮–৮০ শতাংশের মধ্যে।
Discussion about this post