শিক্ষার আলো ডেস্ক
প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠির মাধ্যমে এমপিও কার্য করের আকুল আবেদন জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমাজ। নীচে তা তুলে ধরা হলো।
প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি
মাননীয় প্রধান উপদেষ্টা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়ঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইলে দ্রুত স্বাক্ষরের আবেদন।
আমরা দেশের প্রান্তিক অঞ্চলের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আজ দীর্ঘ ৪১ বছর ধরে অমানবিক কষ্ট, অবহেলা আর অনিশ্চয়তার মধ্যে শিক্ষকতা করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই, এবং মন্ত্রণালয়ের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও আমাদের এমপিওভুক্তির ফাইলটি বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তরে আটকে আছে।
মাননীয়,
আপনার একটি কলমের স্বাক্ষর আমাদের হাজারো শিক্ষকের অশ্রুসিক্ত জীবনকে বদলে দিতে পারে। আমরা রাষ্ট্রবিরোধী কোনো শক্তি নই, বরং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি নিরবে, অবহেলায়, বিনা বেতনে। আমরা শুধু প্রাপ্য অধিকার চাই, ভিক্ষা নয়।
আজ আমাদের পরিবারগুলো ক্ষুধায়-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। শিক্ষক সমাজের এই দুর্দশা কেবল একটি স্বাক্ষরেই দূর হতে পারে। তাই বিনীত অনুরোধ, আর বিলম্ব না করে এমপিও ফাইলে স্বাক্ষর করে আমাদের মানবেতর জীবনযাত্রাকে স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করুন।
দেশে প্রায় ৮৫০০+ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
রয়েছে তার মধ্যে আংশিক কিছু মাদ্রাসা এমপিও আবেদন এর সুযোগ পেয়েছে। এখনো সংখ্যা গরিষ্ঠ মাদ্রাসা গুলো আবেদন এর সুযোগ পায় নাই। তাই যে সমস্ত আবেদন গৃহীত হয়েছে সেগুলো স্বাক্ষর করে, পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
আমরা বিশ্বাস করি, আপনার সদয় সিদ্ধান্তেই দেশের লাখো শিক্ষার্থী ও হাজারো শিক্ষক নতুন আশার আলো দেখতে পাবে।
শ্রদ্ধাসহ,
মোঃ শাহজাহান হোসাইন সাজু
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৫১৯ এমপিও বাস্তবায়ন শিক্ষক পরিষদ, কেন্দ্রীয়

কমিটি।
উল্লেখ্য স্বাধীনতার পর কয়েক ধাপে প্রাথমিক স্কুল জাতীয়করণ হলেও একই স্তরের ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ তো দূরের কথা শিক্ষকদের ন্যূনতম সুবিধা পর্যন্ত দেওয়া হয়নি। বিগত সরকার কয়েক দফায় এ উদ্যোগ নিলেও শেষ মুহূর্তে অদৃশ্য কারণে তা আটকে যায়। সর্বশেষ ২০১৮ সালে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে বাজেট সংকুলান করেও শেষ মুহূর্তে তা হয়নি।
সম্প্রতি প্রথমবারের মতো নিবন্ধিত ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা এবং সেখানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্ত মান সরকার। গত মে মাস থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা পাওয়ার কথা। এসব শিক্ষকের এমপিও দিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনও তা কার্যকর হয়নি।
ফলে আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৫১৯ এমপিও বাস্তবায়ন শিক্ষক পরিষদ।
Discussion about this post