শিক্ষার আলো ডেস্ক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
দিনের শুরুতে সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে রঙিন বেলুন ও সাদা কবুতর ছেড়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কৃষক-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসক সেজে নৃত্য ও সংগীত পরিবেশন করে বাংলাদেশের কৃষিজীবনের সহযাত্রা তুলে ধরেন, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, সকল অনুষদের ডিন ও হল প্রভোস্টবৃন্দ।
র্যালি শেষে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়টির যাত্রাপথের ঐতিহাসিক সূত্রপাত ঘটে ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হক এর হাত ধরে। দেশের কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনিস্টিউট হিসেবে এই প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করেন তিনি। তবে প্রারম্ভিক এই নামের বিভিন্ন সময়ে পরিবর্তন ঘটে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্য দিয়ে। ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা অর্জনের পরে বেঙ্গল এগ্রিকালচারাল ইনিস্টিউট নাম পরিবর্তিত হয়ে পুনঃনামকরণ করা হয় ‘ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনিস্টিউটে।’ পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পরে নতুন নামকরণ হয় ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনিস্টিটিউট।’
পরবর্তীতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে “Sher-e-Bangla Agricultural University Act” পাস হয় এবং ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যার মধ্যে দিয়ে “বাংলাদেশ এগ্রিকালচারাল ইনিস্টিটিউট” পরিণত হয় ‘‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, উপ-রেজিস্ট্রার মনোয়ারুল ইসলাম এনাম, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক অধ্যাপক ড. ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, আইসিটি পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী।
Discussion about this post