শিক্ষার আলো ডেস্ক
চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন ও ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। সে হিসেবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও ভর্তির সময়সূচী বৃদ্ধি করা হয়েছে। সব পর্ব অথবা বর্ষের ক্লাস অব্যাহত রেখে ভর্তি কার্যক্রাম সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
শিক্ষার্থীদের আবেদন ও ভর্তির সর্বশেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ঠদের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post