শিক্ষার আলো ডেস্ক
এবার ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের সমাবেশে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।
‘ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দাও, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’ শিরোনামে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, ঢাকা কলেজে সাধারণ শিক্ষার্থীরা চায় তাদের নিজস্ব একজন নেতা থাকুক। সেই লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া দরকার। অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে লেজুড় ভিত্তিক হয়ে রাজনীতি করে। কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা এমন রাজনীতি করতে চায় না। তাদের জন্য অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি অনেক প্রাচীন হওয়া সত্ত্বেও এখানে আমরা বিভিন্ন ধরনের সংকট দেখতে পাই। এ সংকটগুলো নিয়ে প্রশাসন দেখা যায় ঠিকমতো কাজ করতে পারে না। কিন্তু ঢাকা কলেজে যদি ছাত্র সংসদ থাকতো, তাহলে শিক্ষার্থীর প্রতিনিধিরা এ কাজগুলো করতে পারতো। আমরা চাই, মন্ত্রণালয়ের দোহাই না দিয়ে দ্রুত ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক।”
আরও পড়ুনঃচাকসু নির্বাচন-২০২৫ অবাধ-সুষ্ঠু করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পিয়াস আলী বলেন, বাংলাদেশের একটি সর্ব প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা কলেজ। এ প্রতিষ্ঠানটি ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এত বছর পরেও এই কলেজে হল সংকট, ক্লাস রুম সংকট, শিক্ষক সংকট এবং পরিবহন সংকটসহ বিভিন্ন ধরনের সংকটে আছে এই কলেজে। আবার ঠিকমতো ল্যাব নেই। পরীক্ষার সময় নিজস্ব ল্যাপটপ নিয়ে ল্যাবে পরীক্ষা দিতে হয়।
আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে যদি গঠনতন্ত্র প্রকাশ এবং প্রয়োজনীয় সংস্কার শেষে তফসিল ঘোষণা না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচির কথা ঘোষণা করেন কলেজের শিক্ষার্থীরা।
আলটিমেটাম অনুয়ায়ী ১৮ তারিখের পর ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর প্রথম বর্ষের পরীক্ষা থাকায় এই তিন দিন কেবল অনলাইনে প্রচার-প্রচারনা চলবে। এরপর আগামী ২২ সেপ্টেম্বর প্রশাসনিক ভবনের সামনে টানা চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
Discussion about this post