শিক্ষার আলো ডেস্ক
কবি নজরুল সরকারি কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম পূরণে আর্থিক সহযোগিতা করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দফতর সম্পাদক) জামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই কবি নজরুল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষার্থী। এরমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ জন, বাংলা বিভাগের ২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩ জন, ইংরেজি বিভাগের ২ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ জন, প্রাণীবিদ্যা বিভাগের ১ জন, রসায়ন বিভাগের ১ জন এবং গণিত বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসা অর্জ ন করেছে ছাত্রদল। কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে ছাত্রদল ক্যাম্পাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যাশা, ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনে ছাত্রদলের মতো এভাবে পাশে দাঁড়াবে।’
আরও পড়ুনঃ ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম !
শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান বলেন, ‘ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। এখানে সবার আগে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে সব সময় ছিল, ভবিষ্যতেও সব ধরনের প্রয়োজনে পাশে থাকবে, ইনশাল্লাহ।’
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘কবি নজরুল কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনও প্রয়োজনে সব সময় সোচ্চার। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে একজন শিক্ষার্থী ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য যত ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন, আমরা তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চটুকু কাজ করছি।’
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘এবার আমরা কবি নজরুল কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. সালেক ভাই। কবি নজরুল কলেজের আরও কারও যদি সহযোগিতার প্রয়োজন হয়ে তাকেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
সুত্র- বাংলা ট্রিবিউন
Discussion about this post