মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী এই অনশন কর্মসূচি শুরু করেন। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেরদৌস শেখ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের এ.কে.এম রাকিব অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃকুবিতে নতুন ১৮টি বিভাগ চালুর সুপারিশ
এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শাহিন মিয়া এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।
অনশন বিষয়ে একে.এম রাকিব বলেন, আমরা তিন দফা দাবিতে অনশন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের কোনো আশ্বাস দেয়নি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর করার সময়সীমা নির্ধারণ
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন
Discussion about this post