শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মহসিন হলের ভিপি নির্বাচিত হয়েই হল প্রশাসনের সহযোগিতায় শোয়ার জন্য একশো শিক্ষার্থীদের খাটের ব্যবস্থা করেছেন সাদিক হোসেন শিকদার।
গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের এই খাট দেওয়া হয়। এর আগে সোমবার সরেজমিনে গিয়ে মহসিন হলে ফ্লোরিং করা শিক্ষার্থীদের দুরবস্থা দেখেন তিনি। এরপর হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে খাটগুলোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
ভিপি সাদিক জানান, ফ্লোরিং করা শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন পর আরও ২০০ খাট দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের মানসম্মত জীবনযাপন করতে যা যা প্রয়োজন মহসিন হলে তা আনা হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্য যা করার দরকার তা আমরা করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুনঃ অস্বচ্ছল শিক্ষার্থীর ফর্ম পূরণে এগিয়ে এলো ছাত্রদল
মুহসীন হলের নবনির্বাচিত ভিপি ছাদিক হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের একটি মৌলিক দাবি ছিল যেন তারা একটি খাট, একটি টেবিল ও একটি আলমারি পান। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা টিনশেডে যারা থাকেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ১০০টি খাটের ব্যবস্থা করেছি।’
এদিকে দীর্ঘ বছরের বঞ্চনার পর খাট পেয়ে ছাত্ররা উচ্ছাস প্রকাশ করেছেন।
Discussion about this post