খেলাধূলা ডেস্ক
বৃহস্পতিবার (আবু ধাবি সময়) শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলংকা। এই জয়ে আফগানদের বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশ পেয়ে গেল সুপার ফোরের টিকিট। গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। আর টুর্নামেন্ট ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের খেলার সূচি
বাংলাদেশ-শ্রীলঙ্কা (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা শেখ আবু জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি।
বাংলাদেশ-ভারত (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
বাংলাদেশ-পাকিস্তান (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
Discussion about this post