Friday, September 19, 2025

চাকসু নির্বাচনে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

শিক্ষার আলো ডেস্ক

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ নির্বাচন।  সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ক্যাম্পাসজুড়ে এরই মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

RelatedPosts

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র শিক্ষার্থী জোট।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে  ১০ টি প্যানেল প্রকাশ করা হয়।

প্যানেলগুলো হলোঃ

ছাত্রদল সমর্থিত প্যানেল : গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। সংগঠনটির সমর্থিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন। প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ইসলামী ছাত্রশিবির : বিকাল ৩টায় ক্যাম্পাসের জারুলতলায় সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।এতে ভিপি পদে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে সাজ্জাদ হোসাইন মুন্না প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্যানেলে ধর্মীয় বৈচিত্র্য রক্ষার্থে হিন্দু ধর্মাবলম্বী এক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বামধারার গণতান্ত্রিক ছাত্রজোট : বিকাল সাড়ে ৫টায় কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈচিত্র্যের ঐক্য নামের প্যানেল ঘোষণা করে বামধারার ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রজোট।এতে ভিপি পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, জিএস পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ রাকসু নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন : জুলাই আন্দোলনে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন নামের একটি প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাহফুজুর রহমান, জিএস পদে একই সংগঠন থেকে সদ্য বহিষ্কৃত ২০১৯-২০ সেশনের আর এম রশীদুল হক দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বতন্ত্র শিক্ষার্থী জোট : স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড), ছাত্র ফেডারেশনসহ স্বতন্ত্র শিক্ষার্থী সমর্থিত স্বতন্ত্র শিক্ষার্থী জোট এ ভিপি পদে ক্রিমিনোলজি বিভাগের আবির বিন জাবেদ, জিএস পদে পদার্থবিদ্যা বিভাগের চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ এবং এজিএস পদে ইংরেজি সাহিত্যের পলাশ দে মনোনয়ন পেয়েছেন।

ছাত্র অধিকার পরিষদের চাকসু ফর র‌্যাপিড চেইঞ্জ : ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেলের নাম দিয়েছে চাকসু ফর র‌্যাপিড চেইঞ্জ। এতে ভিপি পদে সংগঠনের শাখা আহ্বায়ক তামজীদ উদ্দিন, জিএস পদে ইসলামী ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং এজিএস পদে সংগঠনের সদস্য সচিব রোমান রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অরাজনৈতিক সার্বভৌম শিক্ষার্থী ঐক্য : অরাজনৈতিক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস পদে সাজ্জাদ হোসেন এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান মনোনয়ন পেয়েছেন।

দ্রোহ পর্ষদ প্যানেল : ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যৌথভাবে দ্রোহ পর্ষদ নামের একটি প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ, জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং এজিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির।

অহিংস শিক্ষার্থী ঐক্য : এদিকে সুফিবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের সমন্বয়ে অহিংস শিক্ষার্থী ঐক্য নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ মনোনয়ন পেয়েছেন।

Related Posts

Discussion about this post

সর্বাধিক পঠিত---

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.