শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৭১টি প্রতিষ্ঠানের ২৮৬ জন গবেষক। এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্থান পেয়েছেন ২৩ জন, যা দেশে সর্বোচ্চ। এ ছাড়া ১৭ জন গবেষক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ১৫ জন গবেষক স্থান পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে।
জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কোন কোন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান শীর্ষ ২০-এ আছে এবং এসব প্রতিষ্ঠানের কতজন বিজ্ঞানী এই তালিকায় উঠে এসেছেন-
ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩ জন;
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ১৮ জন;
রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৭ জন;
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৫ জন;
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২ জন;
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১০ জন;
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ১০ জন;
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ জন;
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৯ জন;
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮ জন;
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ জন;
খুলনা বিশ্ববিদ্যালয় ৭ জন;
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৭ জন;
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ জন;
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬ জন;
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫ জন;
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫ জন;
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৫ জন;
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জন এবং
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জন।
Discussion about this post