শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আজ সোমবার দুপুরে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা শুরু হওয়া চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। তাঁদের মূল দাবি ছিল—শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই আন্দোলনের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে অযৌক্তিক পোষ্যকোটা পুনর্বহাল রাখা হয়েছে। এতে শুধু শিক্ষক নয়, কর্মকর্তা/কর্মচারীদের ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের ঘোষণা!
এই বিশেষ সুযোগকে সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে। আর দ্বিতীয়ত, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের ছেলেমেয়ে, স্বামী-স্ত্রীর জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
Discussion about this post