খেলাধূলা ডেস্ক
ফুটবল ভক্তদের মধ্যে যাকে নিয়ে গুঞ্জন ছিল সবচেয়ে বেশি, শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই তার হাতেই উঠল ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। বার্সেলোনার প্রতিশ্রুতিশীল লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
সোমবার রাতে প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের বহুল আকাঙ্ক্ষিত পুরস্কার।গত মৌসুমেই পিএসজির হয়ে ইতিহাস গড়েন দেম্বেলে।রোনালদিনহো মঞ্চে উঠে ঘোষণা করলেন পুরুষদের ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে করেন ক্লাবের রেকর্ড ৮ গোল। এছাড়া সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরো ১৬টিতে। ফরাসি লিগ আঁ, কাপ ও সুপার কাপ মিলিয়ে দলকে ঘরোয়া সব শিরোপাও এনে দিয়েছেন তিনি। সুপার কাপে করেছিলেন জয়সূচক একমাত্র গোল।
পিএসজির হয়ে গত মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স নিছক দুর্দান্ত নয়, ছিল রূপকথার মতো। কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ার পর নেতৃত্বের ভার যিনি কাঁধে তুলে নেন, তিনিই দলকে এনে দেন অভূতপূর্ব সাফল্য—লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ আর সর্বোপরি বহু প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে পিএসজি, আর সেই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেম্বেলে। —এমন পরিসংখ্যানই তার শ্রেষ্ঠত্ব প্রমাণে যথেষ্ট।
এই পুরস্কার জয়ের পথে দেম্বেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার কিশোর সেনসেশন লামিন ইয়ামাল। শেষ ভোটের লড়াই জমে ওঠে দারুণভাবে, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে পিএসজির গৌরবই পাল্লা ভারি করে দেয় দেম্বেলের দিকে। ১৮ বছর বয়সী ইয়ামাল অবশ্য খালি হাতে ফেরেননি; তিনি টানা দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘কোপা ট্রফি’।
দেম্বেলের আগে ফরাসিদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা। এই ছয়জন মিলে সব মিলিয়ে ব্যালন ডি’অর জিতেছেন ৮ বার। যেখানে মিশেল প্লাতিনি একাই জিতেছেন ৩ বার এবং বাকিরা একবার করে।
ফ্রান্সের হয়ে প্রথম ব্যালন ডি’অর জেতেন রাইমন্ড কোপা। এরপর ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে হ্যাটট্রিক ট্রফি জেতেন মিশেল প্লাতিনি। জ্যাঁ পিয়েরে পাপিন জেতেন ১৯৯১ সালে।
কিংবদন্তি জিনেদিন জিদানের হাতে ট্রফিটি উঠে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতার পর। এরপর লম্বা বিরতি দিয়ে ২০২২ সালে এই ট্রফি জেতেন করিম বেনজেমা। আর এবার জিতলেন দেম্বেলে।
ব্যালন ডি’অর ২০২৫-সেরা ১০
১. উসমান দেম্বেলে (পিএসজি)
২. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
৩. ভিতিনিয়া (পিএসজি)
৪. মোহাম্মদ সালাহ (লিভারপুল)
৫. রাফিনিয়া (বার্সেলোনা)
৬. আশরাফ হাকিমি (পিএসজি)
৭. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)
৮. কোল পালমার (চেলসি)
৯. জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
১০. নুনো মেন্দেস (পিএসজি)
Discussion about this post