বিনোদন ডেস্ক
বলিউড কিং শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে বহু সফল ছবি ও পুরস্কারের মালিক। মূলধারার ব্লকবাস্টার ছবি যেমন করেছেন, তেমনই তার ঝুলিতে রয়েছে ‘স্বদেশ’এবং ‘চক দে ইন্ডিয়া’র মতো ভিন্নধর্মী ছবি। তবু বলিউড বাদশাহর জীবনে একটা ‘অপূর্ণতা’ ছিল।
একটি সময় ভক্তরা দাবি তোলেন, ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ ঘুচল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।
এ সময় পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।
পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।”
এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।
এদিকে দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে ভুললেন না গৌরী খান। আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং এ পুরস্কারের জন্য বিশেষ এক মেন্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন!
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে গৌরী খান লেখেন, ‘কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য…।
এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।
এবারের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে দক্ষিণী মহাতারকা মোহনলাল।
Discussion about this post