শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ দফা দাবি নিয়ে দীর্ঘ পাঁচ দিনের আন্দোলন মাথায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ। এদিকে দাবি মেনে নেওয়ার বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ছাত্রদের প্রতিনিধিদলসহ প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলনের দাবি নিয়ে সমঝোতা হয়।
এর আগে, গত রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ১৫ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন আইআইইউসির শিক্ষার্থীরা। আন্দোলনের তৃতীয় দিন মঙ্গলবার আইআইইউসি কর্তৃপক্ষ আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপে দাবিগুলো আদায়ে সময় কালক্ষেপণ হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন নিয়ন্ত্রণ করতে বুধবার হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আন্দোলনের তীব্রতা বাড়ে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গায়েবানা জায়নাজাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আরও পড়ুনঃ পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিলো ঢাবির শিক্ষার্থীরা !
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো—লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় হলো আমাদের একটি পরিবার। আমরা তো শুরু থেকেই তাদের দাবি মেনে নিয়েছি; কিন্তু দাবিগুলো পূরণ সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টুকু আজ উভয়ের পক্ষে বৈঠকের মধ্যে সমাধান হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ায় বিজয় উচ্ছ্বাস করে ছাত্র প্রতিনিধি মিনহাজুল আরেফিন বলেন, আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীবান্ধব। আজ দাবি আদায়ে শিক্ষার্থীরা ঐক্য ছিল বিধায় আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দাবি আদায়ে সবাই ঐক্য থাকলে যে কোনো দাবি আদায় করা সম্ভব।
Discussion about this post