শিক্ষার আলো ডেস্ক
আগামী বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে এই আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা অনলাইনে https://scholarship.jnu.ac.bd এই লিংকে আবেদন করতে পারবে।
তিনি বলেন, প্রত্যেকটা বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত নমুনা কপি পাঠানো হবে। নমুনা কপিতে বিস্তারিত তথ্যের বিবরণ দেওয়া থাকবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব বিষয়ই প্রতিটা বিভাগে চিঠি দিয়ে জানানো হবে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। তার ভিত্তিতে এ বছরের অক্টোবর মাসের ১ম সপ্তাহে শিক্ষার্থীদের নিকট আবেদন আহ্বান এবং অক্টোবরের মধ্যে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে। বিশেষ বৃত্তির ১ম কিস্তি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রদান করা হবে।তবে বৃত্তি ২০২৫ সালের জুলাই থেকে হিসাব করে কার্যকর হবে।
Discussion about this post