শিক্ষার আলো ডেস্ক
ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের অকুতোভয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই ঘোষণা আসে। নোবেল কমিটি বলছে, ক্রমবর্ধমান সংকটের মধ্যেও সাহসিকতার সাথে গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখার প্রতিশ্রুতি এবং লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের অগ্রগতিতে মারিয়া কোরিনা মাচাদোর নিরলস কাজ এবং স্বৈরাচার থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তাঁর সংগ্রামকে সম্মান জানাতেই এই পুরস্কার।
মাচাদোকে সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসের এক অসাধারণ উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। একসময় বিভক্ত থাকা ভেনেজুয়েলার বিরোধী দলগুলোকে একত্রিত করার ক্ষেত্রে তিনি মূল ভূমিকা পালন করেছেন। তিনি ২০ বছর আগে গণতান্ত্রিক উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন ‘সুমাত’-এর প্রতিষ্ঠাতা হিসেবে ‘বুলেটের চেয়ে ব্যালটকে বেছে নেওয়ার’ পক্ষে দাঁড়িয়েছিলেন।
ভেনেজুয়েলার সরকার তাঁর প্রার্থিতা বাতিল করার পরও তিনি বিরোধী দলের প্রার্থী এডমুন্ডো গনজালেজ উরুটিয়াকে সমর্থন দেন। তাঁর নেতৃত্বে হাজার হাজার স্বেচ্ছাসেবক নির্বাচনের ফলাফল নথিবদ্ধ করে প্রমাণ করেছিলেন যে, বিরোধী দল বিপুল ভোটে জয়ী হয়েছে। যদিও সরকার সেই ফল মানতে অস্বীকার করে।
আরও পড়ুনঃ অণুর নতুন স্থাপত্যরূপ উদ্ভাবন : রসায়নে নোবেল ৩ বিজ্ঞানীর
গুরুতর হুমকি সত্ত্বেও মারিয়া কোরিনা মাচাদো দেশে অবস্থান করছেন এবং এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।
নোবেল কমিটি দৃঢ়ভাবে জানিয়েছে, ‘গণতন্ত্র দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি পূর্বশর্ত’। এবং মারিয়া কোরিনা মাচাদো প্রমাণ করেছেন যে, ‘গণতন্ত্রের সরঞ্জামগুলোই হলো শান্তির সরঞ্জাম।’
ভেনেজুয়েলা যখন একটি সমৃদ্ধ রাষ্ট্র থেকে একটি নিষ্ঠুর, কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ৮ মিলিয়নের কাছাকাছি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন, তখন মারিয়া কোরিনা মাচাদোর এই স্বীকৃতি বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য একটি শক্তিশালী বার্তা।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় জাপানের সংস্থা নিহোন হিদানকিয়ো। পুরস্কার ঘোষণার সময় বলা হয়, বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য কাজ করছে জাপানের এই প্রতিষ্ঠানটি।
Discussion about this post