শিক্ষার আলো ডেস্ক
রাজধানীর প্রেসক্লাব, ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো শিক্ষক-কর্মচারী। সারা দেশ থেকে আসা শিক্ষকরা যোগ দিয়েছেন কর্মসূচিতে।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপণ প্রত্যাখ্যান করেছে আগেই।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সকাল সাড়ে ১০টা থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাকশনে গিয়েছে পুলিশ। সেখানে কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় পুলিশের ধাওয়ায় শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়।আজ রবিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটেছে।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শিক্ষকদের আরেকটি অংশ। শিক্ষকরা বলছেন প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না।
শিক্ষকরা বলেন, আমাদের সিদ্ধান্ত হলো যুগ্ম সচিবের সঙ্গে কথা হয়েছে। উনি কোনো সিদ্ধান্ত দিতে পারছে না।
কাজের অনেকটা অগ্রগতি হয়ে গেছে, আগামী ২২ অক্টোবরের মধ্যে পরিপত্র কিংবা প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবি মানা হবে। অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ১৩ সদস্যের প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে যান।
তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
কর্মসূচি থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন তারা। আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছিলেন শিক্ষকরা। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় এই আন্দোলনের ঘোষণা বহাল থাকলো।
শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, দাবি মানা না হলে মঙ্গলবার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন।
আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের মূল দাবি, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা।
অন্যদিকে, শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলন করছেন নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে তারা সেখানে আন্দোলন করে যাচ্ছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকলেও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বার বার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি। তাই তারা আন্দোলনে নেমেছেন।
Discussion about this post