শিক্ষার আলো ডেস্ক
সারা দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার দিন ১২ ডিসেম্বরে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এবার এই পরীক্ষা হবে একক প্রশ্নপত্রে।
রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে আজ সোমবার জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, গতকাল এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিক্যাল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
একই দিনে, একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিক্যাল আর কারা ডেন্টালে সুযোগ পাবে প্রশ্নের জবাবে ডা. নাজমুল হোসেন বলেন, এই বিষয়গুলো এখনো আলোচনা হয়নি। বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কি করা যায়।
উল্লেখ্য, সারা দেশের তিনটি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। এরমধ্যে গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ এবং খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি।
বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। আর দেশে ৩৮টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি।
এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।
Discussion about this post