শিক্ষার আলো ডেস্ক
সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করার আশ্বাস পেয়ে এসব কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
সোমবার (১৩ অক্টোবর) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য মো. তানজিমুল আজিজ।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তানজীমুল আবিদ বলেন, এখন সব চেয়ে সময়-সাপেক্ষ কাজ হচ্ছে, ছয় হাজার ইমেইল যাচাই। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত জমা হওয়া প্রায় ছয় হাজার ই-মেইল যাচাই করতে সময় লাগছে মন্ত্রণালয়ের। শিক্ষার্থীদের উদ্বেগের কারণে এ কাজের জন্য লোকবল দু’জন থেকে বাড়িয়ে পাঁচ জন করা হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে অংশীজনদের সঙ্গে আলোচনা। প্রায় এক হাজার ২০০ শিক্ষক, দেড় লাখ শিক্ষার্থী, রাজনৈতিক ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা না করে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না। এই আলোচনা শেষ করতে তিন-চার দিনের বেশি সময় লাগবে।
আরও পড়ুনঃআন্দোলনরত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা
শিক্ষার্থীদের উদ্দেশে আবিদ বলেন, আমরা নিশ্চিত হয়েছি অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও আমাদের বলেছেন, আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আমাদের দাবি পূরণের কাজ প্রক্রিয়াধীন। এখন সংযত থেকে ঐক্য বজায় রাখা জরুরি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজ-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। গত ৫ অক্টোবর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ জারির পর অধ্যাদেশ নিয়ে আপিত্ত তোলেন শিক্ষার্থীরা। এছাড়া দ্রুত বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষা কার্যযক্রম চালুর দাবি জানান।
প্রসঙ্গত, সোমবার (১৩ অক্টোবর) সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।
Discussion about this post