শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর। এদিন সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত
পরীক্ষার্থীরা মোট তিন ভাবে এইচএসসি’র ফলাফল জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেভাবে শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন –
১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-তে গিয়ে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে
৩. মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এজন্য HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।
Discussion about this post