শিক্ষার আলো ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনায় মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য ড. মো. শওকাত আলী। বহিষ্কারের এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই প্রশাসন জরুরি বৈঠক ডেকে বহিষ্কার ও তদন্তের সিদ্ধান্ত নেয়।
সাময়িক বহিষ্কৃতরা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তারা হলেন—সাফায়েত শুভ (ব্যাচ ১৬), শাহরিয়ার অপু (ব্যাচ ১৬), সজিব (ব্যাচ ১৬), সৌরভ (ব্যাচ ১৬), নাজমুজ সাকিব (ব্যাচ ১৬), রোহান সরকার রোহান (ব্যাচ ১৬), জিহাদ (ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।
আরও পড়ুনঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর দায়ে ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার!
শিক্ষার্থীর ভাষ্যমতে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জেন-জি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে খেলা চলাকালে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা চকবাজারে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে মারধর করেন।ঘটনাটি ছিল ত্রিমুখী সংঘর্ষ, যেখানে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন।সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমও ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা হয়েছে।
শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতির আলোকে বহিষ্কারের সংখ্যা আরও বাড়তেও পারে।’ শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে উপাচার্য বলেন, ‘জরুরি বৈঠক ডেকে আমরা তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।’
Discussion about this post