শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি। আর জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।
জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭৩৪ ভোট।
এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে ইব্রাহিম হোসেন রনি বলেন, “এ বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করে ভোট দিয়েছে। ইনশাআল্লাহ, আমরাও আমাদের ওয়াদা পালনে বদ্ধপরিকর থাকবো।”
ফলাফল ঘোষণার সময় চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “তোমাদের উচ্ছ্বাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। তোমাদের সহযোগিতার কারণে আমরা এমন বিজয় উৎসব করতে পারছি। তোমাদের নিয়ে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখবে।”
Discussion about this post