খেলাধূলা ডেস্ক
কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লাতিন আমেরিকার দেশটি ১-০ গোলে জয় পায়।
এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাডানোজ স্টেডিয়াম চিলিতে বৃহস্পতিবার ভোরে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোলটি আসে মাতেও সিলভেত্তির থেকে। ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে মেসিদের ইন্টার মিয়ামিতে খেলছেন।
৭২তম মিনিটে বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তির করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টাইন তরুণরা। ম্যাচের পাঁচ মিনিট পর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, ফলে সমতায় ফেরার সুযোগ আর পায়নি তারা।
আর্জেন্টিনা জিতলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচজুড়ে ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা গোলের জন্য নেয়া ১৩ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছিল ৪টি। বিপরীতে আর্জেন্টিনার নেয়া ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি।
এই জয়ের ফলে আগামী ২০ অক্টোবরের ফাইনালে র মুখোমুখি হবে আর্জেন্টিনা। মরক্কো একই দিনে আরেক সেমিফাইনালে কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে।
যুব পর্যায়ে এবারই প্রথম ফাইনালে পৌঁছেছে মরক্কো। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলের অধিকাংশ ফুটবলারই ইউরোপের বড় বড় ক্লাব একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। ইউরোপে জন্ম ও বেড়ে ওঠা এসব খেলোয়াড় বাবা কিংবা মায়ের সূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করছেন।
যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন। এরপর আর ফাইনাল খেলতে পারছিল না তারা।
চলতি টুর্নামেন্টে দারুণ খেলছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তিন ম্যাচে জয় পেয়েছে। শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
২০ অক্টোবরের আর্জেন্টিনা-মরক্কো ফাইনালেই নির্ধারিত হবে নতুন অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন।
Discussion about this post