খেলাধূলা ডেস্ক
ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার প্রতিভাকে থামাতে পারেনি। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০২৫ মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতে নিলেন এই বিশ্বফুটবলের জাদুকর।
পুরো মৌসুমে মেসি করেছেন ২৯ গোল ও দিয়েছেন ১৯টি অ্যাসিস্ট- অর্থাৎ ৪৮টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক আর এতে করে নিশ্চিত হয়ে যায় মৌসুমের সেরা গোলদাতার খেতাব।
দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। ফলে মেসি শুধু মৌসুমের গোল্ডেন বুটই জেতেননি বরং ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন টাটি কাস্তেয়ানোসের পর তিনিই প্রথম আর্জেন্টাইন যিনি এমএলএস গোল্ডেন বুট জিতলেন।
আরও পড়ুনঃ ব্যালন ডি’অর এবার তরুণ তুর্কী উসমান দেম্বেলের হাতে !
ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচে মেসির গোলগুলোর সূচনা হয় ৩৫তম মিনিটে। জর্দি আলবার নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর ৮১তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে শট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে মায়ামির পঞ্চম গোলেও ছিল মেসির অ্যাসিস্ট। ন্যাশভিলের হয়ে স্যাম সারিজ ও জ্যাকবল শাফেলবার্গ গোল করলেও বড় হার এড়াতে পারেনি দলটি।
হ্যাটট্রিক ও গোল্ডেন বুট জেতার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন মেসি। এমএলএসের ইতিহাসে দ্রুততম গোলের ফিফটি করলেন তিনি। ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে ৫৩ ম্যাচ লাগল তাঁর। ৫৪ ম্যাচে ৫০ গোল করে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাবেক তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি। ২০২১ সালে নিউইয়র্ক সিটির হয়ে লা আলবিসেলেস্তেদের প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কারটি জিতেছিলেন ভ্যালেন্টিন ট্যাটি। এবার তাঁর পাশে বসলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
Discussion about this post