শিক্ষার আলো ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৫ মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।
রোববার (২৬ অক্টোবর) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রগ্রামার দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন। আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করার বিষয়ে আশা প্রকাশ করেছেন তারা।















Discussion about this post