শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ-৮.৫ পেতে হবে।
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৭টায় শেষ হয়।
সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ-৮.৫ লাগবে। তবে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে একজন শিক্ষার্থীকে জিপিএ-৪ করে পেতে হবে। এছাড়া জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ পেতে হবে।
এ ছাড়াও দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগের মতো ২০০ নম্বরে নেওয়া হবে। এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হবে ১০০ নম্বরের ভিত্তিতে। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর থাকবে ১০০ নম্বর।
গত শিক্ষাবর্ষে মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে এমসিকিউতে ১০০ এবং জিপিএর ওপর ছিল ৫০ নম্বর।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাস্তবতার আলোকে দেওয়া হয়েছে। এবার সংখ্যার চেয়ে মেধাকে মূল্যায়ন করা হয়েছে।তাই সামগ্রিকভাবে জিপিএ-৫ এবং পাসের হার- দুটোই কমেছে। এ অবস্থায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে এসএসএস ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর শর্ত কিছুটা কমানো হয়েছে।
















Discussion about this post