শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেশনে দ্বিতীয় ব্যাচে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই প্রোগ্রামে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন।
প্রোগ্রামের বিবরণ
১. ক্রেডিট সংখ্যা ৩৬টি, থিওরি ৩০টি ও প্রজেক্ট ৬টি।
২. মেয়াদ ১৮ মাস, ৩ সেমিস্টার।
৩. আবেদন ফি ২৫০০ টাকা।
ভর্তির যোগ্যতা
১. আবেদনকারীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে নিচের যেকোনো বিভাগে: ইইই, ইটিই, অ্যাপ্লাইড পদার্থ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড পদার্থ অ্যান্ড ইলেকট্রনিকস, সিএসই, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিই, আইসিটি, ইসিই, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটার্নাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং।
আরও পড়ুন:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
২. বিএসসি কমপক্ষে সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে।
৩. ও/এ লেভেল বিদেশি ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আগে ইইই বিভাগে পেলে যোগাযোগ করতে হবে।
৪.কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে হবে না।
আবেদন পদ্ধতি-
আবেদনের জন্য ভিজিট করতে হবে: https://du-eee.pmeee-admission-aid.com
১. লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের।
২. মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের।
লিখিত পরীক্ষার বিষয়
অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক-১৬ নম্বর,
এসি ও ডিসি ইলেকট্রিক্যাল সার্কিট-১৬ নম্বর,
ইলেকট্রিক্যাল পাওয়ার ও মেশিন-১৬ নম্বর,
কম্পিউটার ফান্ডামেন্টাল-১৬ নম্বর,
কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং ১৬ নম্বর।
ভর্তির প্রয়োজনীয় তারিখসমূহ-
১. আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫।
২. ভর্তি লিখিত পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।
৩. লিখিত পরীক্ষার ফলাফল: ২৫ নভেম্বর ২০২৫।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।
৫. নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৯ডিসেম্বর ২০২৫।
৬. ভর্তির তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫।
৭. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ২ জানুয়ারি ২০২৬।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট















Discussion about this post